কাঁথির সভামঞ্চ থেকে অভিষেক এর বক্তব‍্য ঘিরে রাজনৈতিক মহলে তুমুল চর্চা

7th February 2021 10:50 am রাজ‍্য
কাঁথির সভামঞ্চ থেকে অভিষেক এর বক্তব‍্য ঘিরে রাজনৈতিক মহলে তুমুল চর্চা


নিজস্ব সংবাদদাতা ( পূর্ব মেদিনীপুর ) : " আয় তোর বাপকে গিয়ে বল আমি পাঁচ কিলোমিটারের মধ‍্যে এখানে আছি , কি করবি করে যা ! " কাঁথির সভামঞ্চে দাঁড়িয়ে " ১৮ বছরের বড় " শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায় এর এই বক্তব‍্যকে ঘিরে তুমুল চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে । দলের সমর্থকরা হাততালি দিলেও একাংশ দলের ই কর্মী বক্তব‍্য এর শালীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন । বিরোধী রাজনৈতিক দল ও এই ধরনের ' বাপ ' তুলিয়ে বক্তব‍্যের নিন্দা জানিয়েছেন । রাজনৈতিক মতাদর্শের জায়গায় ব‍্যক্তি আক্রমণ , ব‍্যক্তি কুৎসা বড় হয়ে দেখা দিয়েছে বলে মনে করছেন অনেকেই । স্বয়ং শুভেন্দু অধিকারী তার ফেসবুক পেজে অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায় এর বক্তব‍্যকে তুলে ধরে লিখেছেন " কাঁথির জনসভা থেকে বাংলার সংস্কৃতি !! " বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় , বাবুল সুপ্রিয় সকলেই সোশাল সাইটে নিন্দা করেছেন এই বক্তব‍্যের । বক্তব‍্যের বিশেষ অংশের ভিডিও ক্লিপ ভাইরাল ইতিমধ‍্যেই । বিভিন্ন জনসভা মঞ্চ থেকে একসময়ের সতীর্থ বর্তমানে প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী তোলাবাজ ভাইপো বলে সম্বোধন করেন অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায় কে । সম্প্রতি তৃণমূল সাংসদ এর স্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন শুভেন্দু । পরপর আক্রমণ শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে ফিরিয়ে দিলেন অভিষেক বলে মনে করছেন অনেকেই । তবে " বাপ " তুলে আক্রমণ তা নজিরবিহীন ! অভিষেকের সভার ২৪ ঘন্টার মধ‍্যে হলদিয়ায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সেখানে একটি রাজনৈতিক সভা করার ও কথা রয়েছে তাঁর । বিধানসভা ভোটের প্রাক্কালে সেই সভামঞ্চ থেকে মোদীজি কি বার্তা দেন তার দিকেই তাকিয়ে সকলে । অভিষেক এর হুঙ্কার শুভেন্দু কি উত্তর তার অপেক্ষাতেও রাজনৈতিক মহল। 





Others News

বাংলা সাহিত‍্য জগতে ফের নক্ষত্র পতন : চলে গেলেন বুদ্ধদেব গুহ

বাংলা সাহিত‍্য জগতে ফের নক্ষত্র পতন : চলে গেলেন বুদ্ধদেব গুহ


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : আবারো নক্ষত্র পতন বাংলা সাহিত‍্য জগতে । দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন প্রখ‍্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ । মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর । গতকাল গভীর রাতে একটি বেসরকারী চিকিৎসাকেন্দ্রে প্রয়াত হন তিনি । বুদ্ধদেব গুহ'র প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সাহিত‍্য জগৎ । শোক প্রকাশ করেছেন বহুজন । চলতি বছরের এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি । সেই যুদ্ধ জয় করে ফিরলেও অবশেষে হার মানতেই হল । হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন প্রখ‍্যাত সাহিত‍্যিক বলে হাসপাতাল সুত্রে খবর । " জঙ্গলমহল" , " মাধুকরী" , " কোজাগর" , বাবলি সহ একাধিক উপন‍্যাস এর স্রষ্টা চলে গেলেন না ফেরার দেশে । ১৯৭৭ সালে আনন্দ পুরস্কারে সম্মানিত হন তিনি । লেখার পাশাপাশি ভালো গান ও গাইতে পারতেন বুদ্ধদেববাবু ।